প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

রাশিয়ার তেলে ইইউ’র ষষ্ঠ দফা নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
০৪ জুন ২০২২ ১০:৪০:২৭ | আপডেট: ২ years আগে
রাশিয়ার তেলে ইইউ’র ষষ্ঠ দফা নিষেধাজ্ঞা

রাশিয়ার অধিকাংশ তেল আমদানির ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ষষ্ঠ দফা নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। খবর টাসের।

দেশটির তেল আমদানির ওপর আংশিক নিষেধাজ্ঞা দিতে হাঙ্গেরিসহ ইইউভুক্ত অন্যান্য দেশগুলোকে রাজি করানোর পর শুক্রবার এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

আরও পড়ুন- হল্যান্ডকে গ্যাস সরবরাহ বন্ধ করলো রাশিয়া

নিষেধাজ্ঞা প্যাকেজের মধ্যে- সমুদ্রপথে ইইউভুক্ত দেশগুলোতে রাশিয়ার তেল আনা বন্ধ করা হয়েছে, তবে পাইপলাইনের মাধ্যমে তেল আমদানিকে নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।

সোভিয়েত আমলে নির্মিত বিশাল দ্রুজবা পাইপলাইন দিয়ে রাশিয়ার তেল যায় পূর্ব ও মধ্য ইউরোপের দেশগুলোতে।

আরও পড়ুন- রুবলে মূল্য পরিশোধে অনিহা, আরও ২ দেশে রাশিয়ার জ্বালানি বন্ধ

নতুন নিষেধাজ্ঞা প্যাকেজের বিষয়ে ইইউর পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল টুইটারে লেখন, এ নিষেধাজ্ঞা পুতিনের সমর তহবিলের ওপর বড় ধরনের ধাক্কা।