রাশিয়ার নিখোঁজ হওয়া যাত্রীবাহী বিমানের ২৮ আরোহীর সবাই নিহত হয়েছেন। দেশটির পূর্ব কামচাটকা উপত্যকার কাছে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়।
মঙ্গলবার দেশটির পরিবহন মন্ত্রণালয় জানায়, এনটোনোভের এন-২৬ বিমানটি ২২ জন যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি থেকে কামচাটকার পালানা শহরের দিকে যাচ্ছিলো। পরবর্তীতে বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
স্থানীয় আবহওয়া কেন্দ্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, বিমানটি নিখোঁজের সময় কামচাটকা উপদ্বীপের উত্তরাঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন ছিল।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিমানটি কামচাটকা বিমানচালনা কর্তৃপক্ষ নামের একটি প্রতিষ্ঠানের আওতাধীন। ১৯৮২ সাল থেকে এটি বিমান পরিচালনা করে আসছে।