ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ান ব্রায়ানস্ক অঞ্চলের এক বৃহৎ জ্বালানি ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।
সোমবার রুশ সংবাদ সংস্থার উদ্ধৃতি দিয়ে জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
মস্কো টাইমসের খবরে বলা হয়, ইউক্রেন সীমান্ত থেকে ১৫০ কিলোমিটার দূরে ব্রায়ানস্কের ট্রান্সনেফ্ট-ব্রায়ানস্ক-দ্রুজবা জ্বালানি ডিপোতে আগুনের এ খবর জানানো হয়েছে। মস্কোর সামরিক অভিযানে এই ডিপোকে লজিস্টিক বেইজ হিসেবে ব্যবহার করা হচ্ছিল।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু হয়। এরপর গত আট সপ্তাহের এই যুদ্ধে ইউক্রেনের বেশ কয়েকটি শহর একেবারে ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার মানুষ নিহত হয়েছে। লাখ লাখ মানুষ দেশ থেকে পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। দেশের ভেতরেও উদ্বাস্তু হয়েছে আরো কয়েক লাখ মানুষ।
ইউক্রেন বলছে, সেদেশে রাশিয়ার সামরিক অভিযানের ঠিক দুই মাসের মাথায় যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় দু'জন কর্মকর্তা রাজধানী কিয়েভে যাচ্ছেন।