ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় বেলগোরোদ শহরে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর টাসের।
স্থানীয় সময় সোমবার ভোরে এই বিস্ফোরণ ঘটেছে। রুশ বার্তা সংস্থা টাসের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত কলেন স্থানীয় গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ।
গভর্নর ইয়াচেস্লাভ বলেন, বেলগোরোদের বেশ কয়েকজন বাসিন্দা সামাজিক মাধ্যমে বিস্ফোরণের শব্দসহ ভিডিও পোস্ট করেছেন। তবে এই বিস্ফোরণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তিনি বলেছেন, এ ঘটনার আগেও রোববার দক্ষিণ বেলগোরোদ অঞ্চলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থাপনায় বিস্ফোরণের পর আগুন লেগে একজন আহত হয়েছিলেন।
বেলগোরোদ শহরটি ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত। শহরটিতে এর আগেও কয়েকবার হামলার খবর পাওয়া গেছে।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর বেলগোরোদ অঞ্চলে গোলাবর্ষণ ও বিস্ফোরণ নতুন কিছু নয়। ইউক্রেনের সেনারা চলতি মাসে হেলিকপ্টার দিয়ে বেলগোরোদের একটি জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে বলে অভিযোগ আছে রাশিয়ার। এ ছাড়া অঞ্চলটির বেশ কয়েকটি গ্রামে গুলি চালানোরও অভিযোগ রয়েছে কিয়েভের বিরুদ্ধে।
এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে গোলাবর্ষণ করে বেসামরিক রুশ নাগরিকদের হতাহত করছে ইউক্রেন। রোববার এমন অভিযোগ করেছে রাশিয়া।