রাশিয়ার রাজধানী মস্কোর একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ছয়জন এবং আহত হয়েছেন আরও ১০ জন। খবর রয়টার্সের।
আহতদের মধ্যে ৯ জন গুরুতর দগ্ধ হয়ে হাসপতালে ভর্তি হয়েছেন। হোটেল থেকে ২০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
দেশটির জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নিশ্চিত করে এই তথ্য। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ডাক্তারদের দাবি, কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। বাড়তে পারে প্রাণহানি।
ফায়ার ব্রিগেডের বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় রাত ৯টা নাগাদ এমকেএম হোটেলে হয় অগ্নিকাণ্ড। বহুতল ভবনটির পাঁচ ও ছয়তলায় ছড়ায় আগুন। জরুরি কর্মীদের সহযোগিতায় দুই শতাধিক মানুষকে নিরাপদে উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে। মূল কারণ অনুসন্ধানে চলছে তদন্ত। এদিকে আগুনের ঘটনায় মামলা হয়েছে।