প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২৩ ১৪:১২:৪৮ | আপডেট: ১ year আগে
রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ড
কংগ্রেস নেতা রাহুল গান্ধী | সংগৃহীত ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানিকর মামলায় ২ বছরের সাজা দিয়েছেন দেশটির আদালত। খবর এনডিটিভি’র।

বৃহস্পতিবার গুজরাটের সুরাটের একটি আদালত রাহুলের বিরুদ্ধে রায় দেন। একই সঙ্গে আপিল করার জন্য তাকে ৩০ দিনের জামিন দিয়েছে আদালত।

রায় ঘোষণাকে কেন্দ্র করে রাহুল গান্ধী এ দিন সকালে গুজরাটের সুরাটে আসেন। রাজ্যের কংগ্রেস নেতারা তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারের সময় বিতর্কিত মন্তব্য করেন রাহুল। ওই নির্বাচনের প্রচারে কর্নাটকে রাহুল গান্ধী সব চোরের পদবি ‘মোদি’ হয় কেন প্রশ্ন তুলেছিলেন। সেসময় আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদি, ব্যাঙ্ক-ঋণ মামলায় ‘পলাতক’ নীরব মোদির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা করেছিলেন তিনি।

এ ঘটনায় পদবি অবমাননার অভিযোগে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন গুজরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদি। সেই মামলাতেই দোষী সাব্যস্ত হলেন রাহুল। তবে আদালত রাহুলকে ৩০ দিনের জামিন দিয়েছেন এবং তাকে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে।

এদিকে, আদালতে শুনানিতে রাহুল গান্ধীর আইনজীবী কিরীট পানওয়ালা দাবি করেন, কংগ্রেস নেতার ওই মন্তব্যে কারও (নরেন্দ্র মোদির) ক্ষতি হয়নি। একইসঙ্গে তিনি রাহুল গান্ধীর সাজা কমাতে বিচারক এইচএইচ বর্মার আদালতে সাজা কমানোর আবেদন করেন।