প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

রুপির মানে আরও পতন, ১ ডলার প্রায় ২০৮ রুপি

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২২ ১৪:৩০:৫৩ | আপডেট: ২ years আগে
রুপির মানে আরও পতন, ১ ডলার প্রায় ২০৮ রুপি

পাকিস্তানি মুদ্রা রুপির দাম আরও কমলো মার্কিন ডলারের বিপরীতে। বৃহস্পতিবার বিনিময় হার ডলারের বিপরীতে একদিনেই ১ টাকা ৩০ পয়সা বেড়ে দাঁড়ায় ২০৭.৮৫ রুপিতে। ফরেক্স অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের বরাত দিয়ে এ খবর দিয়েছে ডন।

পত্রিকাটি বলছে, আগের দিন অর্থাৎ বুধবার লেনদেনের হার ছিল ২০৬.৪৬ রুপি। যা বৃহস্পতিবার দুপুর ১.১৫ মিনিটে বেড়ে দাঁড়ায় ২০৭.৮৫ রুপিতে।

তবে খোলা বাজারে, ডলারের দাম পৌঁছায় ২০৮.৫ রুপিতে।

পকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভের দ্রুত পতনকে রুপির মান কমে যাওয়ার প্রধান কারণ মনে করেন চেজ ম্যানহাটন ব্যাংকের সাবেক ট্রেজারি প্রধান আসাদ রিজভী।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাথে পাকিস্তানের চুক্তির বিষয়ে অস্পষ্টতা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাসের উদ্বেগের কারণে বৃহস্পতিবার আরেক দফা এই দরপতনের রেকর্ড করে।