প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

রুবলের বিপরীতে ডলারের মান বেড়েছে, কমেছে ইউরোর মান

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুন ২০২৩ ১৩:৪৭:১২ | আপডেট: ২ years আগে
রুবলের বিপরীতে ডলারের মান বেড়েছে, কমেছে ইউরোর মান
রুবল। পুরনো ছবি

গত বছর ইইক্রেনে আক্রমণের পর থেকেই পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার রুবলের পতন অব্যাহত থাকে। মঙ্গলবার মস্কো এক্সচেঞ্জে ট্রেডিং শুরুর সময় ডলারের দাম ৩২.৭৫ কোপেক (পয়সা) বেড়ে ৮১.২৮ রুবল হয়েছে।

ইউরোর মান ২৮.২৫ কোপেক কমে দাঁগিয়েছে ৮৬.৫১ রুবল।

রুবলের বিপরীতে চীনা ইউয়ানের মান ০.১ কোপেক বেড়ে ১১.৩৭ রুবল হয়েছে।