প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

রুশ ক্ষেপণাস্ত্র হামলা: বিদ্যুৎহীন ৬০ লাখ ইউক্রেনীয়

আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২২ ১০:৫২:৪৮ | আপডেট: ১ year আগে
রুশ ক্ষেপণাস্ত্র হামলা: বিদ্যুৎহীন ৬০ লাখ ইউক্রেনীয়
রুশ হামলায় বিপর্যস্ত একটি বিদ্যুৎকেন্দ্র | সংগৃহীত ছবি

চলতি সপ্তাহে ইউক্রেনজুড়ে অতর্কিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় বিপর্যস্ত ইউক্রেনের বহু বিদ্যুৎকেন্দ্র। ফলে দেশটির প্রায় ৬০ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। খবর বিবিসি।

শুক্রবার দিনগত রাতের ভাষণে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, অধিকাংশ বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অন্ধকারে ডুবে আছে দেশটির অনেক এলাকা। এতে প্রায় ৬০ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন।

জেলেনস্কি বলেন, ‘এখন পর্যন্ত বেশির ভাগ অঞ্চল এবং কিয়েভ শহরে ব্ল্যাকআউট অব্যাহত রয়েছে। বুধবার সন্ধ্যায় ১ কোটি ২০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়ে।’

রাশিয়ার লাগাতার ক্ষেপণাস্ত্রে কিয়েভের পাশাপাশি ওডেসা, লভিভ, ভিনিসিয়া এবং ডিনিপার অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছে বলে জানান জেলেনস্কি। তিনি আরও বলেন, শুধু কিয়েভেরই ৬০ লাখ গ্রাহক অন্ধকারে রয়েছে। রাজধানীর অনেক বাসিন্দা ২০ থেকে ৩০ ঘণ্টা বিদ্যুৎহীন।

ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, বুধবার বিকেলে ৭০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া। কয়েকটি ভূপাতিত করেছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে দেশটি। ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় ইউক্রেনের লাখ লাখ মানুষ পানি ও বিদ্যুৎ সংযোগ পেতে লড়াই করছে।

শীতকাল শুরু হলেও মানুষ ঘর উষ্ণ করার যন্ত্র চালু করতে পারছে না। ঘণ্টার পর ঘণ্টা পানি ও বিদ্যুৎহীন থাকতে হচ্ছে।