ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে রাশিয়ার কিরেয়েভস্ক শহরের আকাশে একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি মস্কোর।
ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে রাশিয়ার কিরেয়েভস্ক শহরের আকাশে একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি মস্কোর।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল রোববার স্থানীয় সময় ৩ টা ২০ মিনিট নাগাদ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বিস্ফোরকসহ ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, এটি ভূপাতিতের পর বিস্ফোরণে অন্তত তিনজন আহত হয়েছেন। এ ছাড়া ইউক্রেনের ড্রোনে বেশকিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মস্কোর পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে আহত তিনজনের অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে রাশিয়া।
এর আগে ইউক্রেন রুশ ভূখণ্ডে বিস্ফোরক ড্রোন দিয়ে হামলা চালানোর কথা প্রত্যাখ্যান করেছে। এছাড়া রাশিয়ার নতুন এ দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি কিয়েভ।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৩৯৭ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।