প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

রুশ হামলায় ইউক্রেনের ১৯৮ নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২২ ২০:০৮:৩০ | আপডেট: ২ years আগে
রুশ হামলায় ইউক্রেনের ১৯৮ নাগরিক নিহত

ইউক্রেনে রুশ হামলায় ইতোমধ্যে ১৯৮ জন নিহত এবং এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে।

শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো এ তথ্য জানিয়ে বলেছেন, নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে। তবে তার বিবৃতিতে হতাহতরা সামরিক নাকি বেসামরিক নাগরিক তা স্পষ্ট নয়।

তিনি বলেন, বৃহস্পতিবার থেকে ইউক্রেনের উত্তর, পূর্ব ও দক্ষিণ দিক থেকে শুরু হওয়া ব্যাপক রুশ বিমান, ক্ষেপণাস্ত্র ও সেনা হামলায় ৩৩টি শিশুসহ এক হাজার ১১৫ জন আহত হয়েছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্যমতে, এ সপ্তাহে রাশিয়া তার প্রতিবেশী দেশ ইউক্রেনে হামলা শুরু করার পর থেকে এক লাখ ২০ হাজারেরও বেশি ইউক্রেনীয় শরণার্থী দেশ ছেড়েছে।

আজ রাজধানী কিয়েভে রুশ সেনারা ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার পর জাতিসংঘের শরণার্থী বিষয়ক ডেপুটি হাইকমিশনার কেলি ক্লেমেন্টস সিএনএন-এ দেয়া এক সাক্ষাত্কারে বলেন, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন তারা।

তিনি বলেন, ইতোমধ্যে এক লাখ ২০ হাজারেরও বেশি নাগরিক প্রতিবেশী বিভিন্ন দেশে চলে গেছে। পাশের দেশগুলোর নাগরিকেরা তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে। তবে আমরা বেশ আতঙ্কিত, কারণ স্পষ্টত বোঝা যাচ্ছে ভবিষ্যৎ পরিস্থিতি আরও খারাপ হবে।

ইউক্রেনীয়দের অধিকাংশই পোল্যান্ড ও মোল্দোভাতে যাচ্ছে। তবে রোমানিয়া, স্লোভাকিয়া এবং হাঙ্গেরিতেও ইউক্রেনীয় শরণার্থীদের ঢল দেখা গেছে।