ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। ফলে প্রায় এক কোটির বেশি ইউক্রেনীয় বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর এএফপির
জেলেনস্কি বলেন, ‘রুশ হামলায় ওদেশা, ভিনিতসিয়া, সুমি ও কিয়েভের পরিস্থিতি বেশি খারাপ। গতকাল বৃহস্পতিবার নতুন করে এসব জায়গায় হামলায় চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের অভিযোগ, দেশটির গ্যাস উৎপাদন কেন্দ্র ও বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ বাহিনী।’
তিনি জানান, বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে সব ধরনের চেষ্টা চলছে। এ ছাড়া তিনি অভিযোগ করেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলাকালে বেশ কয়েকবার বিদ্যুৎ গ্রিডে হামলা হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৬৮ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।