ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এলাকার ক্রামতোর্স্ক রেলস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলায় ৫২ জন নিহতের ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে কড়া বৈশ্বিক প্রতিক্রিয়া দেখানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শুক্রবার রাতে দেয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, ক্রামতোর্স্ক রেলস্টেশনে হামলা যুদ্ধাপরাধের সমান। তবে এ হামলায় দায় অস্বীকার করেছে রাশিয়া।
জেলেনস্কি বলেন, ‘বুচা হত্যাকাণ্ড ও অন্যান্য রুশ যুদ্ধাপরাধের মতো ক্রামতোর্স্কে ক্ষেপণাস্ত্র হামলাটিও অবশ্যই ট্রাইব্যুনালে একটি অভিযোগ হওয়া উচিত।’
তিনি বলেন, ‘কে কী করেছে, কে কী আদেশ দিয়েছে, ক্ষেপণাস্ত্রটি কোথা থেকে এসেছে, কে তা বহন করেছে, কারা নির্দেশ দিয়েছে এবং কীভাবে এই হামলার বিষয়ে সম্মত হয়েছে; তা নিশ্চিত করতে প্রচেষ্টা নেয়া হবে।’
দনবাসের দোনেৎস্কের আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেছেন, এ ঘটনায় পাঁচ শিশুসহ ৫২ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন।
ক্র্যামাটর্স্কের মেয়র অলেক্সান্ডার গনচারেঙ্কো বলেন, ‘হাত বা পা ছাড়া অনেক মানুষ গুরুতর অবস্থায় আছেন।’
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, ওই সময় স্টেশনটির ভেতরে ও আশ-পাশে প্রায় চার হাজার বেসামরিক নাগরিক ছিলেন।
এ হামলার ঘটনায় বিশ্বনেতারা হতবাক বলেই মনে হচ্ছে।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস এই হামলাকে যুদ্ধাপরাধ বলে নিন্দা করেছেন এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এটিকে ‘সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।
ইউক্রেনে ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন সাংবাদিকদের বলেন, ‘(রাশিয়ার) নিষ্ঠুর আচরণের প্রায় কোনো মানদণ্ড নেই।’