ভারতের দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। রোববার এটি ঘূর্ণিঝড় হিসেবে অন্ধ্র ও ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের আবহাওয়া অধিদপ্তর।
পশ্চিমবঙ্গের আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানিয়েছে, আগামি ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এটি ধেয়ে আসতে পারে ভারতের উত্তর-পশ্চিম অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের দিকে।
ঘূর্ণিঝড় ‘আসানির’ আশঙ্কায় এরই মধ্যে ভারতের উপকূলবর্তী বিভিন্ন এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এর প্রভাবে ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দাদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। গত মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাতায়াতের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
এছাড়াও ঘূর্ণিঝড় ‘আসানি’ মোকাবিলায় তৎপর পশ্চিমবঙ্গের প্রশাসন। বেশি ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন জায়গায় বাড়তি সতর্কতা নিয়েছে তারা।
এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে এ মুহূর্তে বঙ্গোপসাগরের তাপমাত্রার রদবদল হচ্ছে।