পবিত্র রমজান প্রায় শেষ। রকতময় এ মাসটির শেষ ১০ দিনের বিজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর তথা হাজার মাসের চেয়ে উত্তম রাত্রিটি খোঁজার নির্দেশনা দিয়েছেন রাসূল (স.)। আর সে লক্ষ্যেই পবিত্র রমজানের ২৭ ও ২৯ তারিখকে কেন্দ্র করে এখন মুসল্লিদের ঠাঁই নেই মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদীনার মসজিদে নববিতে। খবর আরব নিউজের।
পত্রিকাটির খবরে বলা হয়, ২৭ রামজানে ইবাদতের জন্য মসজিদ দু’টিতে ব্যাপক মুসল্লির সমাগম হয়েছে। ২৯ রমজানেও একইভাবে অধিক মুসল্লি হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। কারণ, ওই দিন তারাবিহতে কোরআন তিলাওয়াত শেষ করেন ইমামগণ। এছাড়া রমজানের শেষ ১০ দিন জুড়েই বাড়তি চাপ থাকে মুসল্লিদের।
লাইলাতুল কদরে মুসল্লিদের নামাজের জন্য সংরক্ষিত স্থানগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
মসজিদ কর্তৃপক্ষ বলছে, নামাজের স্থান বাড়ানোর বিষয়ে তাদের পরিকল্পনা রয়েছে, যা ইসলামের প্রথম এবং দ্বিতীয় পবিত্র স্থান।
দুই পবিত্র মসজিদের দায়িত্বে থাকা পরিষেবা সংস্থার মাধ্যমে মুসল্লিদের জন্য সব সুবিধা প্রদান করা হয়।
এছাড়াও, মক্কায় স্বাস্থ্য বিষয়ক জেনারেল ডিরেক্টরেট পবিত্র রমজান মাসের শেষ দশ দিনের জন্য ক্রমবর্ধমান প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছে, যা মুসল্লিদের সংখ্যা বৃদ্ধির সাক্ষী হবে বলে আশা করা হচ্ছে।