লিবিয়ার উপকূলে একটি নৌকা ডুবে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার জাতিসংঘের অভিবাসন সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) বলেছে, নৌকাটি পশ্চিম লিবিয়ার শহর সাবরাথায় ডুবে গেছে। ওই এলাকাটি আফ্রিকা থেকে আসা লোকদের প্রধান যাত্রার স্পট, যেখান থেকে তারা ইউরোপে ঢোকার চেষ্টায় ভূমধ্যসাগর জুড়ে বিপজ্জনক সমুদ্রযাত্রা করে থাকে।
আইওএম জানিয়েছে, সমুদ্র থেকে এরই মধ্যে ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ২৯ জন নিখোঁজ এবং তাদের মৃত্যু হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। শুক্রবার কাঠের নৌকাটি কী কারণে ডুবেছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আইওএম এক টুইটে বলেছে, ‘ভূমধ্যসাগরে ক্রমাগত জীবনহানির বিষয়টি স্বাভাবিক করা উচিত নয়।’
এতে বলা হয়, ‘আগামী দিনে আরও মানুষের মৃত্যু এবং দুর্ভোগ কমাতে ভালোমতো অনুসন্ধান এবং উদ্ধার ক্ষমতা এবং একটি নিরাপদ অবতরণ ব্যবস্থা জরুরিভাবে প্রয়োজন।’