প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

লিবিয়ায় ধরপাকড়, ৪ হাজার অবৈধ অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক
০৩ অক্টোবর ২০২১ ১১:৩৩:০৭ | আপডেট: ৩ years আগে
লিবিয়ায় ধরপাকড়, ৪ হাজার অবৈধ অভিবাসী আটক

লিবিয়ায় চলছে অভিবাসী বিরোধী অভিযান। উত্তর আফ্রিকার দেশটির পশ্চিমাঞ্চলে চালানোর এ অভিযানে এরই মধ্যে ৪ হাজার অভিবাসীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে বিভিন্ন দেশের শত শত নারী ও শিশু রয়েছেন।

লিবিয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় গারগারেশ শহরে পরিচালিত অভিযানের উদ্দেশ্য, অবৈধ অভিবাসন এবং মাদক পাচার প্রতিরোধ।

এ অভিযানে অবৈধ ৫০০ অভিবাসীকে আটক করা হয়েছে, শুক্রবার এমনটা জানানো হলেও শনিবার বলা হয়, আটককৃত অভিবাসীর সংখ্যা ৪ হাজারে পৌঁছেছে।

লিবিয়ায় নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের ডিরেক্টর ড্যাক্স রক গত শুক্রবার দেয়া এক বিবৃতিতে জানান, আটককৃত নারী ও শিশুরা নির্যাতন ও দুর্ব্যবহারের শিকার হতে পারেন।