প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

শক্তি বাড়াচ্ছে আফগানিস্তান, নিয়োগ হচ্ছে দেড় লাখ সেনা

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মে ২০২২ ১১:৪৬:২৯ | আপডেট: ২ years আগে
শক্তি বাড়াচ্ছে আফগানিস্তান, নিয়োগ হচ্ছে দেড় লাখ সেনা
আফগানিস্তানের সেনাবিহনীতে নিয়োগ প্রক্রিয়া। ছবি- টোলো নিউজ।

শক্তিশালী সেনাবাহিনী গড়তে যাচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার। এরই মধ্যে ১ লাখ ৩০ হাজার সেনা নিয়োগ দেয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ১ লাখ ৫০ হাজার সেনা নিয়োগ হবে। খবর টোলো নিউজের।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইনায়াতুল্লাহ খোয়ারাজামি জানান, ‘১ লাখ ৩০ হাজারেরও বেশি লোক নিবন্ধিত হয়েছে এবং এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। নিবন্ধন সম্পন্ন হওয়ার সাথে সাথে, আফগানরা একটি স্বাধীন, সুগঠিত এবং প্রতিশ্রুতিবদ্ধ সেনাবাহিনী দেখতে পাবে যারা নিরাপত্তা প্রদান করবে এবং আফগান মাটি ও সীমান্ত রক্ষা করবে।

তবে নতুন সৈন্যদের ইউনিফর্ম এখনো নির্ধারণ করা হয়নি।

খোয়ারাজামি বলেছেন, এমওডি-এর সমস্ত প্রাক্তন মহিলা কর্মচারীদের এখনও বেতন দেওয়া হচ্ছে এবং তাদের মধ্যে কেউ কেউ এখনও মন্ত্রকের মধ্যে কাজ করছেন।

খোয়ারাজাই বলেন, ‘যে মহিলারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন তারা এখনও কাজ করছেন, উদাহরণস্বরূপ, তারা স্বাস্থ্য বিভাগ এবং অন্যান্য বিভাগে রয়েছেন। তাদের বিষয়ে ইসলামী আমিরাত ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। তারা এখনও তাদের বেতন পাচ্ছেন।’

প্রবীণরা পরামর্শ দিয়েছেন যে পেশাদার এবং অভিজ্ঞ ব্যক্তিদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা উচিত।

সামরিক বিশেষজ্ঞ আসাদুল্লাহ নাদিম বলেছেন, ‘গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল শিক্ষা এবং পেশাদার প্রশিক্ষণ, সক্ষমতা, সরঞ্জাম এবং বাজেট।’

অপর সামকির বিশেষজ্ঞ সমর সাদাত বলেছেন, ‘একটি নিরপেক্ষ, বাস্তব, পেশাদার এবং স্বাধীন সেনাবাহিনী গঠন করা উচিত।’

সাবেক সরকারের আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর সংখ্যা সাড়ে তিন লাখের বেশি।