প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কেপে উঠল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জানুয়ারি ২০২২ ১৮:২১:০১ | আপডেট: ২ years আগে
শক্তিশালী ভূমিকম্পে কেপে উঠল ইন্দোনেশিয়া

শক্তিশালী ভূমিকম্পে কেপে উঠেছে ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে এই ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৬।

শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানা গেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, দেশটির রাজধানী জাকার্তা থেকে প্রায় ১৫৯ কিলোমিটার পশ্চিমে এ ভূমিকম্পটি আঘাত হানে। কিন্তু এতে রাজধানী জাকার্তার ভবনগুলোও কেঁপে ওঠে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়ার লাবুয়ান থেকে ৮৮ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং কেন্দ্র ৩৭ দশমিক ২ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রাজধানীতে কম্পন অনুভূত হয়েছে এবং ভবনগুলো কেঁপে উঠেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি।