প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

শনাক্ত-মৃত্যু কমেছে ভারতে

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২১ ১০:৫১:১৫ | আপডেট: ৩ years আগে
শনাক্ত-মৃত্যু কমেছে ভারতে

একদিন আগেই ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর রেকর্ড (৬ হাজার ১৪৮ জন) হয়েছিল ভারতে। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় কিছুটা কমেছে।

ভারতে সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে আরও ৩ হাজার ৪০৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৬৩ হাজার ৭৯ জন।

শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

একই সময়ে ৯১ হাজার ৭০২ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৮২৩ জন। আগেরদিন ভারতে শনাক্ত হয়েছিলেন ৯৪ হাজার ৫২ জন।

এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৪ হাজার ৫৮০ জন। এ নিয়ে দেশটিতে মোট ২ কোটি ৭৭ লাখ ৯০ হাজার ৭৩ জন সুস্থ হয়েছেন।

এদিকে দেশটিতে করোনা সংক্রমণের হার কিছুটা কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার ছিল ৪.৪৮ শতাংশ। এ নিয়ে টানা পাঁচদিন দেশটিতে সংক্রমণের হার ৫ শতাংশের নিচে অবস্থান করছে।