মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবুধাবিভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)। খবর গালফ নিউজের।
সংস্থাটি বলেছে, আজ চাঁদ দেখতে না পাওয়ার অর্থ পবিত্র রমজান মাসের শেষ দিন হবে রোববার।
আরব আমিরাতের গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। এর মানে পবিত্র রমজান মাসের শেষ দিন হবে রোববার এবং পবিত্র ঈদুল-ফিতর সোমবার।
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে সাধারণত বাংলাদেশ ও এশিয়ার অন্যান্য দেশে ঈদ উদযাপন করা হয়। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে সোমবার হলে বাংলাদেশে তার পরের দিন ঈদুল-ফিতর উদযাপিত হবে। যদিও সৌদি আরবের চাঁদ দেখা কমিটি শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার বিষয়ে আজ আরও পরের দিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে।
এ বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমিরাতে রোজা পালন শুরু হয়েছিল গত ২ এপ্রিল। সৌদিতে চাঁদ দেখার খবর সামনে আসার পরপরই ওইদিন থেকে রোজা পালনের ঘোষণা দেয় প্রতিবেশী দেশটি।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হয়েছিল ৩ এপ্রিল থেকে। ফলে এসব দেশে ২৯ রোজা হলে সোমবার এবং ৩০ রোজা হলে মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হবে।