শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রনিল বিক্রমাসিংহে। তিনি দেশটির ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা। এর আগে তিনি আরও ৫ বার দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়িয়েছেন।
শপথ নেয়ার পর বিক্রমাসিংহে কলম্বোর ওয়ালুকারমা মন্দির পরিদর্শন করেছেন।
এর আগে বৃহস্পতিবারের মধ্যেই নতুন মন্ত্রিসভা গঠনের কথা জানিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।
আন্দোলন আর ব্যাপক বিক্ষোভের মুখে সোমবার পদত্যাগ করেন মাহিন্দা রাজাপাকসে। এরপর বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসের সাথে রুদ্ধদ্বার আলোচনা করেন বিক্রমাসিংহে। এরপরই নতুন প্রধানমন্ত্রী হিসেবে বিক্রমাসিংহের নাম আলোচনায় উঠে আসে।
চলমান সহিংস আন্দোলনের মধ্যেই মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর স্বয়ংক্রিয়ভাবে ভেঙে যায় দেশটির মন্ত্রিসভা।