প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

শপথ নিলেন হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জানুয়ারি ২০২২ ১৩:৪৯:৪০ | আপডেট: ২ years আগে
শপথ নিলেন হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট
জিওমারা কাস্ত্রো

হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জিওমারা কাস্ত্রো।

সংবাদমাধ্যম বিবিসির বরাতে জানা যায়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী তেগুসিগাল্পার জাতীয় স্টেডিয়ামে হাজার হাজার মানুষ হাতে পতাকা নিয়ে শপথ অনুষ্ঠানের সাক্ষী হন।

৬২ বছরের জিওমারা ক্যাস্ত্রো জানান, বিভিন্ন সংকটে জর্জরিত হন্ডুরাসের দায়িত্ব গ্রহণ করতে তিনি প্রস্তুত। তবে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং স্বচ্ছতা আনতে প্রয়োজনে কঠোর হবেন তিনি।

জিওমারা ক্যাস্ত্রোর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও।

হন্ডুরাসের সরকারপ্রধান হয়ে চরম বেকারত্ব, সহিংসতা, দুর্নীতি, দুর্বল স্বাস্থ্যসেবা এবং শিক্ষা ব্যবস্থার মতো নানামুখী চ্যালেঞ্জ সামলাতে হবে ক্যাস্ত্রোকে। তার ওপর অভিবাসনপ্রার্থীদের ঢল ঠেকাতে রয়েছে যুক্তরাষ্ট্রের বাড়তি চাপ।

২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট ছিলেন ক্যাস্ত্রোর স্বামী ম্যানুয়েল জেলায়া।