প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে পারেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২২ ১৭:১০:২৮ | আপডেট: ২ years আগে
শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে পারেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে পারেন।

জাপানের গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মোদি সম্ভবত ২৭ সেপ্টেম্বর নিপ্পন বুডোকানে আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার অংশ নেয়ার জন্য টোকিওতে যাবেন।

৮ জুলাই নারা শহরে প্রচারণায় বক্তৃতা দেয়ার সময় এই সাবেক জাপানি প্রধানমন্ত্রী একজন সাবেক নৌবাহিনীর কর্মকর্তার গুলিতে আহত হন। বিমানে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

আবের মৃত্যুর ঘটনায় ভারত একদিনের জাতীয় শোক ঘোষণা করে।

সোশ্যাল মিডিয়ায় আবের মৃত্যুতে শোক প্রকাশ করে মোদি লেখেন, 'আমার একজন প্রিয় বন্ধু শিনজো আবের মর্মান্তিক মৃত্যুতে আমি স্তব্ধ ও শোকাহত। তিনি ছিলেন বিশ্বের একজন ক্ষমতাধর রাজনীতিবিদ, একজন অসামান্য নেতা এবং একজন অসাধারণ শাসক। তিনি জাপান ও বিশ্বকে আরও উন্নত করার জন্য তার জীবন উৎসর্গ করেছেন।