প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

শেষ হচ্ছে ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর ২০২৩ ০৯:২৫:৪৯ | আপডেট: ৫ মাস আগে
শেষ হচ্ছে ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি

ইসরায়েল-হামাসের চারদিনের যুদ্ধবিরতির শেষ দিন আজ। তবে যুদ্ধবিরতির তৃতীয় দিনে ১৭ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস ও ৩৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

হামাসের মুক্তি দেয়া ১৭ জনের মধ্যে ১৩ জন ইসরায়েলি ও বাকি চারজনের তিন থাই আর এক জন রুশ ও ইসরায়েলের দ্বৈত নাগরিক। উভয় পক্ষের জিম্মি ও বন্দিদের আন্তর্জাতিক সংস্থা রেডক্রসের কাছের হস্তান্তর করা হয়।

যুদ্ধবিরতির বিগত তিন দিনে হামাস মোট ৫৫ জিম্মিকে ও ইসরায়েল ১২০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। তবে, কাতারের মধ্যস্থতার চুক্তি অনুযায়ী ৫০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস ও ইসরায়েল ১৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

এর মধ্যেই যুদ্ধবিরতির সময় বাড়ানো নিয়ে আলোচনা করছে ইসরায়েল। রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এই বিষয়ে আলোচনায় বৈঠকে বসেছে ইসরায়েলি মন্ত্রীসভা। এক সূত্রের মাধ্যমে জানা গেছে, যুদ্ধবিরতির সব শর্ত পূরণ হলে এই সময় বাড়াতে রাজি ইসরায়েল।

যুদ্ধবিরতির শর্ত হিসেবে ইসরায়েলি মন্ত্রিসভা জানিয়েছে, হামাস প্রতিদিন ১০ জন জিম্মিকে মুক্তি দিলে, একদিন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হতে পারে। গত শুক্রবার কাতারের মধ্যস্ততায় চার দিনের সাময়িক এ যুদ্ধবিরতির চুক্তি করেছে ইসরায়েল ও হামাস।