ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে থাকা শ্রীলঙ্কায় বিগত কয়েক সপ্তাহ ধরে চলছে বিক্ষোভ। এতে দেশটির প্রধানমন্ত্রীর পদত্যাগের পর তার পৈত্রিক বাড়ি ও একাধিক এমপির বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। চরম সংকটে থাকা দেশটিতে এখন ছড়িয়ে পড়েছে সহিংসতা। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা কারফিউয়ের সময় বাড়ানো হয়েছে। খবর ডেইলি মিরর’র।
মঙ্গলবার সরকারি নির্দেশনায় বলা হয়েছে, সেনাবাহিনী কাউকে গ্রেফতার করলে পুলিশের কাছে হস্তান্তরের আগে ২৪ ঘণ্টা নিজেদের হেফাজতে রাখতে পারবে। ব্যক্তিগত সম্পত্তি এবং যানবাহনে তল্লাশি চালাতে পারবে। একজন পুলিশ অফিসার কর্তৃক গ্রেফতারকৃত যেকোনও ব্যক্তিকে নিকটস্থ থানায় নিয়ে যাওয়া হবে।
এদিকে গত শুক্রবার থেকে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিক্ষোভের লাগাম টানতে এরপর জারি করা হয় কারফিউ। দেশটিতে চলমান কারফিউ আগামীকাল বুধবার সকাল পর্যন্ত বাড়িয়েছে দেশটির কর্তৃপক্ষ।
কারফিউ জোরদার করতে সেনা ও পুলিশ বাহিনীকে জরুরি ক্ষমতা প্রদান করেছে শ্রীলঙ্কা সরকার। মোতায়েন করা হয়েছে হাজার হাজার সেনা ও পুলিশ সদস্য।