প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

শ্রীলঙ্কাকে ‘জলদি’ কাজ করতে বললো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুলাই ২০২২ ১০:৩১:১৫ | আপডেট: ২ years আগে
শ্রীলঙ্কাকে ‘জলদি’ কাজ করতে বললো যুক্তরাষ্ট্র

চরম অর্থনৈতিক সংকটে বিশৃঙ্খলা দেখা দিয়েছে শ্রীলঙ্কায়। সবশেষ প্রেসিডেন্টের বাসভবন দখলে নিয়েছে সরকারবিরোধীরা। তাদের দাবি, বর্তমান সরকারের পদত্যাগ। অবশ্য ১৩ জুলাই পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট।

এ অবস্থায় শ্রীলঙ্কার সরকারকে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের জন্য ‘দ্রুত’ কাজ করার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র বলেছেন, যেকোন নতুন সরকারের উচিত “দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন এবং শ্রীলঙ্কার সমস্যার সমাধান করবে এমন সমাধানগুলি চিহ্নিত করতে এবং বাস্তবায়নের জন্য দ্রুত কাজ করা উচিত।

রোববার মার্কিন যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কার নেতাদের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানালো এমন একটি সময়ে যখন দেশটির বিক্ষুব্ধ জনতা নিজের বাসভবন থেকে প্রেডিসেন্টকে ধাওয়া করেন।