প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় আর মাত্র ১ দিনের পেট্রোল আছে, পাম্পে হাহাকার

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে ২০২২ ১১:৫০:২৫ | আপডেট: ১ year আগে
শ্রীলঙ্কায় আর মাত্র ১ দিনের পেট্রোল আছে, পাম্পে হাহাকার
পেট্রোল নিতে কলম্বোর একটি পাম্পে গাড়ির ধীর্ঘ সারি। ছবি: বিবিসি।

শ্রীলঙ্কায় পেট্রোলের মজুদ প্রায় শেষ, আজকের পর আর মিলবে না এ জ্বালানি। দেশটির নতুন প্রধানমন্ত্রী বলেছেন, ৭০ বছরেরও বেশি সময়ে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কটের মুখোমুখি এখন শ্রীলঙ্কা। যে পরিমাণ পেট্রোল আছে, তাতে আর ১ দিন চলবে, এরপর আমদানি করা না গেলে জনগণ আর পাবে না পেট্রোল। 

এ অবস্থায় পেট্রোল পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। রাজধানী কলম্বোসহ অন্যান্য পাম্পেরও একটি অবস্থা বলছে বিভিন্ন গণমাধ্যম।

সোমবার জাতির উদ্দেশে টেলিভিশনে দেয়া ভাষণে রনিল বিক্রমাসিংহে বলেন, প্রয়োজনীয় আমদানির জন্য আগামী কয়েক দিনের মধ্যে জাতির জরুরিভাবে ৭৫ মিলিয়ন ডলার প্রয়োজন। খবর বিবিসি’র।

তিনি বলেন, সরকারি কর্মীদের বেতন দিতে কেন্দ্রীয় ব্যাংককে নতুন করে টাকা ছাপতে হবে।

বিক্রমাসিংহে আরও বলেন, রাষ্ট্রীয় মালিকানাধীন শ্রীলঙ্কান এয়ারলাইন্স বেসরকারীকরণ করা হতে পারে।

দ্বীপরাষ্ট্রটির অর্থনীতি মহামারী, ক্রমবর্ধমান শক্তির দাম এবং জনতাবাদী ট্যাক্স কমানোর ফলে ব্যাপকভাবে সংকটে পড়েছে। বৈদেশিক মুদ্রার দীর্ঘস্থায়ী ঘাটতি এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে ওষুধ, জ্বালানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের তীব্র ঘাটতি দেখা দিয়েছে।

বিবিসির খবরে বলা হয়, রাজধানী কলম্বোতে শহরের সবচেয়ে জনপ্রিয় পরিবহন মাধ্যম অটো রিকশা এবং অন্যান্য যানবাহনের পেট্রোল স্টেশনগুলো দীর্ঘ সারি দেখা গেছে।

দেশটির প্রধানমন্ত্রী বলেন, ‘এ মুহূর্তে আমাদের কাছে শুধুমাত্র একটি দিনের পেট্রোল মজুদ রয়েছে। আগামী কয়েক মাস আমাদের জীবনের সবচেয়ে কঠিন মাস হবে।’

তবে তিনি আশ্বাস দেন, ভারতের সাথে ক্রেডিট লাইন ব্যবহার করে পেট্রোল এবং ডিজেলের চালান আগামী কয়েক দিনের মধ্যে আসতে পারে।