প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় বন্যায় নিহত ৪, নিখোঁজ ৭

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুন ২০২১ ১৩:৫৩:৪১ | আপডেট: ৩ years আগে
শ্রীলঙ্কায় বন্যায় নিহত ৪, নিখোঁজ ৭

শ্রীলঙ্কায় আকস্মিক বন্যা ও ভূমিধসে চারজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও সাতজন। এ সময় প্রায় ৫০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

শনিবার শ্রীলঙ্কার পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া তীব্র বৃষ্টিতে দ্বীপ রাষ্ট্রটির ছয়টি জেলা পানিবন্দী হয়ে পড়েছে। এতে অনেক ঘরবাড়ি, ধানক্ষেত, রাস্তাঘাট পানিতে ডুবে গেছে।

দেশটির সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র থেকে জানানো হয়েছে, নিহত চারজনের মধ্যে দুইজন ভূমিধসে মারা গেছেন। বাকি দুইজন বন্যার পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন।

দেশটির গণমাধ্যম বলছে, বন্যায় প্রায় ৫০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। 

শ্রীলঙ্কার আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তত এক সপ্তাহ এমন টানা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।