প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

বিক্ষোভকারীদের ঠেকাতে শ্রীলঙ্কার সংসদে সেনাবাহিনীর ব্যারিকেড

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুলাই ২০২২ ১৫:২১:৩৬ | আপডেট: ২ years আগে
বিক্ষোভকারীদের ঠেকাতে শ্রীলঙ্কার সংসদে সেনাবাহিনীর ব্যারিকেড
সংগৃহীত

শ্রীলঙ্কায় সংসদ ভবন সুরক্ষিত করতে বিক্ষোভকারীদের দখলের বিরুদ্ধে সেনাবাহিনী আরও কঠোর হয়েছে। দেশটির সংসদ ভবনের সামনে শক্ত অবস্থান নিয়েছে সামরিক বাহিনী।

বুধবার দেশটিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর আরও প্রতিবাদ হতে পারে এমন আশঙ্কা দেখা যায়। এরপরই সবুজ সামরিক ইউনিফর্ম ও সাদাপোশাকে সাঁজোয়া যানে করে সংসদ ভবনে পৌঁছায় সেনা সদস্যরা।

কিছু বিক্ষোভকারী সহিংসতা বৃদ্ধির ভয়ে সংসদে হামলা না করার অনুরোধ করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন।

এদিকে চরম অর্থনৈতিক মন্দার জেরে রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যে দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ও তার স্ত্রী বুধবার বিমান বাহিনীর একটি জেটে মালদ্বীপে পালিয়েছেন। তার অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বানানোর পদক্ষেপ জনসাধারণের বিক্ষোভ আরও বাড়িয়ে তুলে।

দেশটির প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে রাজধানী কলম্বোসহ দেশটির পশ্চিমাঞ্চলে কারফিউ এবং সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করার পরেও হাজার হাজার মানুষ কলম্বোর রাজপথে বিক্ষোভ করছে।

বিক্ষোভকারীরা বলছেন, তাদের লড়াই এখনই শেষ হয়ে যাচ্ছে না। তাদের দাবি সরকারের নেতৃত্বে যারা আছেন তাদের সবাইকে চলে যেতে হবে। এবং দেশের যে অবস্থা হয়েছে তার জন্য দায়ী ব্যক্তিদের বিচার হতে হবে।

এই অবস্থার মধ্যেই প্রধানমন্ত্রী ভিক্রামাসিংহে টেলিভিশনে ভাষণ দিয়েছেন এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য যা কিছু করা দরকার সেসব করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। সূত্র- বিবিসি বাংলা