প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

জ্বালানির জন্য হাহাকার, পেট্রোল পাম্পে গাড়ির দীর্ঘ সারি

শ্রীলঙ্কায় স্কুল ও সরকারি অফিস বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
২০ মে ২০২২ ১৫:৫৮:৫৯ | আপডেট: ২ years আগে
শ্রীলঙ্কায় স্কুল ও সরকারি অফিস বন্ধ ঘোষণা

কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। নেই জ্বালানি, পেট্রোল পাম্পগুলোতে চলছে হাহাকার। এ অবস্থায় পরিস্থিতি থেকে উত্তরণে ১৫ দিন স্কুল বন্ধ এবং সরকারি অফিস বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে দেশটির সরকার। খবর সিটিভি নিউজের।

তবে জরুরি পরিষেবা দানকারী প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে। বাকিসব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘সারা দেশে বর্তমান জ্বালানী ঘাটতি এবং পরিবহন সুবিধার সমস্যার পরিপ্রেক্ষিতে’ শুক্রবার থেকে অফিসে না যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদিকে, কলম্বো গ্যাজেটের খবরে বলা হয়, সরকারি স্কুল ও সরকারি-অনুমোদিত বেসরকারি স্কুল ৬ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

জ্বালানি সংকটের কারণে শুক্রবার স্কুল বন্ধ থাকবে বলে আগেই জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। পরে শনিবার থেকে প্রথম মেয়াদের প্রথম দফায় ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়।

শিক্ষা মন্ত্রনালয় জানিয়েছে যে সরকারি স্কুল এবং সরকার অনুমোদিত বেসরকারি স্কুলগুলো ৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে, ৬ জুন থেকে আবারো একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

এদিকে, ২৩ মে থেকে ১ জুন পর্যন্ত ২০২১ (২০২২) সালের জি সি ই এর সাধারণ স্তরের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, হাজার হাজার মানুষ একই সময়ে সারা দেশে জ্বালানি স্টেশনগুলোতে দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন। 

শ্রীলঙ্কা এখন প্রায় পেট্রোলহীন এবং অন্যান্য জ্বালানিরও তীব্র ঘাটতিতে পড়েছে।

ভারত মহাসাগরের দ্বীপ দেশটি দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে থাকায় সাম্প্রতিক মাসগুলোতে জ্বালানি, গ্যাস এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের আমদানির জন্য অর্থ খুঁজে পেতে সরকার সংগ্রাম করছে।