ভারতে কিছুটা কমতে শুরু করেছিল করোনাভাইরাসের সংক্রমণ। কিন্তু হঠাৎ করেই সংক্রমণ বেড়েছে দেশটিতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৩ হাজার ৭৪৩ জন।
বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
দৈনিক সংক্রমণের পাশাপাশি মৃত্যুও বেড়েছে ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯৩০ জন।
আগেরদিন দেশটিতে দৈনিক সংক্রমণ ছিল ৩৪ হাজার ৭০৩ জন। অর্থাৎ আগেরদিনের তুলনায় সংক্রমণ বেড়েছে প্রায় ৯ হাজার। এসময় দেশটিতে মৃত্যু হয়েছিলো ৫৫৩ জনের।
এদিকে এখন পর্যন্ত ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২ হাজার ২২১ জন। আর দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬ লাখ ৬৩ হাজার ৬৬৫ জন।
ভারতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ২ কোটি ৯৭ লাখ ৯৯ হাজার ৫৩৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭ হাজার ২৪০ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগী কমেছে আরও ৪ হাজার ৪৩৭ জন। এই মুহূর্তে ভারতের সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৫৯ হাজার ৯২০ জন।