ভারতীয় সংসদে পদ ফিরে পেয়েছেন রাহুল গান্ধী। শুক্রবার সুপ্রিম কোর্ট তার শাস্তি স্থগিত করার ৪৮ ঘণ্টা পর রাহুল গান্ধীকে তার সংসদ পদ ফিরিয়ে দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
সোমবার স্পিকারের সচিবালয় থেকে এই বিষয়ক নির্দেশ জারি করা হয়েছে। মঙ্গলবার থেকে সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন রাহুল গান্ধী।
কংগ্রেস সূত্রে জানা গেছে, সোমবার স্থানীয় সময় দুপুর ১২ টায় লোকসভায় আসবেন রাহুল গান্ধী। চলতি বছরের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি অবমাননা মামলায় রাহুল গান্ধীকে সাব্যস্ত করেছিল সুরাতের আদালত। এই মামলায় দুই বছরের কারাদণ্ড-ও দিয়েছিলেন সুরাত ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। শাস্তির ফলেই রাহুলের সাংসদ পদ খারিজ করা হয়েছিল।
জনপ্রতিনিধিত্ব আইনের ৮(১) ধারা অনুযায়ী, কোনও অপরাধে দোষী সাব্যস্ত হয়ে সাংসদ-বিধায়কের দু’বছর বা তার বেশি কারাদণ্ড হলে তৎক্ষণাৎ তার সাংসদ বা বিধায়ক পদ চলে যায়। এমনকি, আগামী লোকসভা নির্বাচনে রাহুলের ভোটে দাঁড়ানোর ক্ষেত্রেও তৈরি হয় অনিশ্চয়তা। কিন্তু শুক্রবার রাহুলের সেই শাস্তির নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট।