প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

সানায় যাকাতের অর্থ নিতে গিয়ে পদদলিত হয়ে ৮৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২০ এপ্রিল ২০২৩ ০৯:২২:২৮ | আপডেট: ২ years আগে
সানায় যাকাতের অর্থ নিতে গিয়ে পদদলিত হয়ে ৮৫ জনের মৃত্যু

ইয়েমেনের রাজধানী সানায় যাকাতের অর্থ নিতে গিয়ে পদদলিত হয়ে নারী ও শিশুসহ কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২২ জন। হুতি নিয়ন্ত্রিত সরকারের একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়েছে, রমজান মাসের শেষের দিকে তথা ঈদের আগ মুহূর্তে সানার একটি স্কুলের ভেতরে গতকাল বুধবার যাকাতের অর্থ বিতরণের সময় পদদলনে হতাহতের এই ঘটনা ঘটে। ওই অনুদান বিতরণের আয়োজন করে সেখানকার ব্যবসায়ীরা।

নাম প্রকাশ না করার শর্তে একজন হুথি নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সানার বাব আল ইয়েমেন জেলায় পদদলিত হওয়ার পর কমপক্ষে ৮৫ জন নিহত এবং ৩২২ জনের বেশি আহত হয়েছেন। মৃতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

বার্তা সংস্থার এপির বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, আবদেল রহমান আহমদ নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অনুদান বিতরণের সময় ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আকাশের দিকে গুলি ছোড়ে সশস্ত্র হুতি বিদ্রোহীরা। তারা ইলেকট্রিক তারে অনবরত আঘাত করে। এতে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন অনুদান প্রার্থীরা এবং ছোটাছুটি করতে থাকেন। এ ঘটনায় নিহত ও আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

বাব আল ইয়েমেন এলাকায় এ ঘটনার ভিডিও ফুটেজ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওগুলোতে একটি বড় কমপ্লেক্সের ভেতরে মাটিতে মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। সেসময় চারপাশে অবস্থান করা লোকেদের চিৎকার করতেও দেখা যায়। তবে এএফপি স্বাধীনভাবে এই ভিডিও ফুটেজটি যাচাই করতে পারেনি।

অন্যদিকে উদ্ধার অভিযানে সংশ্লিষ্ট দুজন প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শত শত মানুষ যাকাতের অর্থ গ্রহণের জন্য একটি স্কুলে ভিড় করেছিলেন। এসময় সেখানে জনপ্রতি ৫ হাজার ইয়েমেনি রিয়াল বা প্রায় ৯ মার্কিন ডলার করে সেখানে দেওয়া হচ্ছিল।

যাকাত বিতরণে অনিয়মের জন্য দায়ীদেরকে হেফাজতে নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, যাকাতের অর্থ বিতরণের সঙ্গে যারা জড়িত তাদের আটক করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।