প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন জন ফসে

টিবিপি ডেস্ক
০৫ অক্টোবর ২০২৩ ১৮:৫৩:১২ | আপডেট: ৭ মাস আগে
সাহিত্যে নোবেল পেলেন জন ফসে

সাহিত্যে এ বছর নোবেল পুরস্কার পেলেন নরওয়ের লেখক জন ফসে। বৃহস্পতিবার রয়্যাল সুইডিশ একাডেমি সম্মানজনক এ পুরস্কারের জন্য এ লেখকের নাম ঘোষণা করেছে। খবর আলজাজিরার।

পুরস্কারের ঘোষণা দিয়ে সুইডিশ একাডেমি বলেছে, যেসব কথা অনুচ্চারিত থেকে যায় তা লেখার মাধ্যমে তুলে এনেছেন জন ফসে। বিভিন্ন ভাষায় বিশ্বজুড়ে এ লেখকের লেখা।

এ পুরস্কার পাওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করেছেন ফসে। এক বিবৃতিতে বার্তাসংস্থা রয়টার্সকে এ লেখক বলেছেন, ‘আমি অভিভূত এবং কিছুটা ভীত। আমি এটিকে সাহিত্যের জন্য একটি পুরস্কার হিসেবে দেখি।’

৬৪ বছর বয়সী নরওয়েজিয়ান এই লেখক এ পুরস্কারের জন্য ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (১০ লাখ ডলার) পাবেন। এর আগে গতবছর সাহিত্যে নোবেল পেয়েছেন ফরাসি নাগরিক আনি এরনো।

চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তিতে পুরস্কারগুলো সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থে দেওয়া হয়। সুইডিশ শিল্পপতি নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে এ পুরস্কার দেওয়া শুরু হয়।

এখন পর্যন্ত মোট ১১৩বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে মোট ২২৫ জন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন। এ বছর ইতিমধ্যে চিকিৎসা, পদার্থ ও রসায়নে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

সবশেষ গতকাল বুধবার রসায়নে নোবেল পুরস্কার জিতেছেন মুঙ্গি জি বাভেন্দি, লুই ই ব্রুস ও অ্যালেক্সেই আই একিমভ। কোয়ান্টাম ডটের আবিষ্কার ও উন্নয়ন এবং ন্যানো ক্রিস্টাল প্রযুক্তি বা ন্যানোপার্টিক্যালের আকার ও বৈশিষ্ট্য নির্ধারণে অবদান রাখার জন্য তাদের নোবেল পুরস্কারে ভূষিত করত।