প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

সাড়ে ৬ লাখ পাউন্ডে বিক্রি হলো ডায়নার গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক
২৮ আগস্ট ২০২২ ১৪:০০:১০ | আপডেট: ২ years আগে
সাড়ে ৬ লাখ পাউন্ডে বিক্রি হলো ডায়নার গাড়ি

প্রয়াত প্রিন্সেস ডায়নার ব্যবহৃত ফোর্ড এসকর্ট আরএস মডেলের একটি গাড়ি নিলামে ৬ লাখ ৫০ হাজার ব্রিটিশ পাউন্ডে বিক্রি হয়েছে। নিলামে বিক্রি হওয়া গাড়িটি ৩ বছর ব্যবহার করেছিলেন ব্রিটেনের প্রিন্সেস অব ওয়েলস।

রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে শনিবার মধ্য ইংল্যান্ডের সিলভারস্টোন নিলামঘরে গাড়িটি তোলা হয়। প্রিন্সেসকে নিয়ে ৪০ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছে গাড়িটি।

প্রিন্সেস ডায়নার ফোর্ড কিনতে এসেছিলেন দুবাই, আমেরিকা, ব্রিটেনসহ বিভিন্ন দেশের ধনকুবেররা। কিন্তু শেষ পর্যন্ত ৬ লাখ ৫০ হাজার ব্রিটিশ পাউন্ডে (৭ লাখ ৬৪ হাজার ডলার) কিনে নেয় ব্রিটেনেরই এক ব্যক্তি। তিনি উত্তর ইংল্যান্ডের বাসিন্দা৷

জানা যায়, ১৯৮৫-১৯৮৮ পর্যন্ত রাজপরিবারের রোলস-রয়েস এবং ডায়ামলার্স না নিয়ে নিজের ফোর্ড এসকর্ট টার্বো এস ১-এ ঘুরে বেড়াতেন ডায়না। প্রিন্সেসের পছন্দ অনুযায়ী ফোর্ড এই গাড়িটি তৈরি করে দিয়েছিল ৷