সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক উপ-প্রধানমন্ত্রী এবং ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ থারমান শানমুগারাতনাম।
বিবিসি জানিয়েছে, গতকাল (১ সেপ্টেম্বর) শুক্রবার ৭০ শতাংশ ভোট নিয়ে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অর্থনীতিবিদ থারমান। তিনি সিঙ্গাপুরের রাজনৈতিক দল পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) সাবেক নেতা।
এক যুগের বেশি সময় পর সিঙ্গাপুরের প্রেসিডেন্ট পদে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সিঙ্গাপুরের প্রেসিডেন্টের মেয়াদ ৬ বছর। সাংবিধানিকভাবে নির্বাচনের ভিত্তিতে প্রেসিডেন্ট আসার কথা থাকলেও গত এক যুগেরও বেশি সময় এই নির্বাচন হয়নি। ক্ষমতাসীন দল পিপল’স অ্যাকশন পার্টির (পিএপি) সুপারিশের ভিত্তিতেই প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হতো। গত প্রায় ৬০ বছর ধরে এই নগররাষ্ট্রে ক্ষমতায় আছে পিএপির সরকার।
থারমান সিঙ্গাপুরের নবম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। এবছর প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সিঙ্গাপুরের বর্তমান প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের স্থলাভিষিক্ত হবেন থারমান।