প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

সিরিয়ায় তুরস্কের হামলায় আইএস প্রধানকে হত্যার দাবি এরদোয়ানের

আন্তর্জাতিক ডেস্ক
০১ মে ২০২৩ ১২:১৫:২২ | আপডেট: ২ years আগে
সিরিয়ায় তুরস্কের হামলায় আইএস প্রধানকে হত্যার দাবি এরদোয়ানের
ছবি: সংগৃহীত

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন প্রধান আবু হুসাইন আল-হুসাইন আল-কুরেশিকে সিরিয়ায় এক অভিযানে হত্যা করেছে তুরস্কের বাহিনী। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রোববার এক ঘোষণায় এ দাবি করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও কাতার ভিত্তিক আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সম্প্রচার মাধ্যম টিআরটি তুর্ককে এরদোয়ান বলেন, শনিবার তুরস্কের সরকারি গোয়েন্দা সংস্থা এমআইটির অভিযানে আইএস নেতাকে হত্যা করা হয়েছে। তবে এ অভিযান সম্পর্কে আইএস-এর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।

এরদোয়ান বলেন, এমআইটি গোয়েন্দা সংস্থা বহুদিন ধরে কুরেশির গতিবিধি পর্যবেক্ষণ করছিল। কোনো ধরনের বৈষম্য ছাড়া আমরা সন্ত্রাসী সংস্থাগুলোর বিরুদ্ধে আমাদের সংগ্রাম চালিয়ে যাবো।

সিরিয়ান সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, তুর্কি সীমান্তের কাছে উত্তরাঞ্চলীয় জানদারিস শহরের কাছে একটি বাড়িতে তুরস্কের বাহিনী এ অভিযান পরিচালনা করে।

উল্লেখ্য, গত নভেম্বর আইএস তাদের নেতা আবু আল-হাসান আল-হাশেমি আল-কুরেশির মৃত্যুর খবর ঘোষণা করে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, ২০২২ সালের অক্টোবরের মাঝামাঝি তাকে হত্যা করা হয়। তার স্থলে আবু হুসাইন আল-কুরেশির নাম ঘোষণা করা হয়।