সিরিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে প্রাণ হারিয়েছেন ৩৪ জন। এ ঘটনায় জীবিত উদ্ধার হওয়া আরও ২০ জনকে। খবর আল জাজিরার।
সিরিয়ার সরকারের বরাত শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা, অভিবাসী ও শরণার্থীদের বহনকারী নৌকাটি লেবানন থেকে যাওয়ার পথে সিরিয়ার উপকূলে ডুবে যায়। নৌকাডুবির পর মৃত অবস্থায় ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার হওয়া আরও ২০ জনকে উদ্ধার করে তার্তুসের বাসেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নৌকায় ১২০ থেকে ১৫০ জনের মধ্যে আরোহী ছিল। তারা বিভিন্ন দেশের নাগরিক।
আলজাজিরা বলছে, হাজার হাজার লেবানিজ, সিরিয়ান এবং ফিলিস্তিনি গত কয়েক মাস ধরে ইউরোপে আরও ভালো জীবনের আশায় নৌকায় করে লেবানন ছেড়েছে। লেবাননের জনসংখ্যা ৬০ লাখ, যার মধ্যে ১০ লাখ সিরীয় শরণার্থী রয়েছে।