প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

সু চির ৫ বছর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
২৭ এপ্রিল ২০২২ ১২:২২:০৮ | আপডেট: ২ years আগে
সু চির ৫ বছর কারাদণ্ড

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে দুর্নীতির এক মামলায় ৫ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। তার বিরুদ্ধে মোট ১১টি দুর্নীতির মামলা রয়েছে। খবর রয়টার্সের।

বুধবার দেশটির রাজধানীতে বিচারক নেপাইতাও এর আদালত এ রায় ঘোষণা করেন।

নোবেল বিজয়ী এ নেত্রী ২০২১ সালের প্রথম দিকে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগে পাঁচ বছর মিয়ানমারের নেতৃত্ব দিয়েছিলেন। তার বিরুদ্ধে কমপক্ষে ১৮টি অপরাধের অভিযোগ আনা হয়েছে, যা সব মিলিয়ে দোষী সাব্যস্ত হলে প্রায় ১৯০ বছরের সম্মিলিত সর্বোচ্চ কারাদণ্ডের সুযোগ রয়েছে।

সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে মিয়ানমারের সংগ্রামের মূর্তিমান ৭৬ বছর বয়সী সু চিকে সাজা ভোগ করার জন্য কারাগারে স্থানান্তর করা হবে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

গ্রেপ্তারের পর থেকে তাকে একটি অজ্ঞাত স্থানে রাখা হয়েছে, যেখানে জান্তা প্রধান মিন অং হ্লাইং পূর্বে বলেছিলেন, তিনি তুলনামূলকভাবে ছোট অপরাধের জন্য ডিসেম্বর এবং জানুয়ারিতে পূর্বের দোষী সাব্যস্ত হওয়ার পরেও থাকতে পারেন, যার জন্য তাকে মোট ৬ বছরের সাজা দেয়া হয়েছে।