প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

সুদানে স্বর্ণের খনিতে ধস, নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২১ ০৯:৪১:১৩ | আপডেট: ২ years আগে
সুদানে স্বর্ণের খনিতে ধস, নিহত ৩৮

আফ্রিকার দেশ সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

মঙ্গলবার দেশটির পশ্চিম খোরদোফান প্রদেশের একটি পরিত্যক্ত খনিতে ধসে এ হতাহতের ঘটনা ঘটে।

বার্তাসংস্থা এপি জানায়, সুদানের রাষ্ট্র পরিচালিত খনি কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী খার্তুম থেকে ৭০০ কিলোমিটার (৪৩৫ মাইল) দক্ষিণে ফুজা গ্রামে মঙ্গলবার একটি পরিত্যক্ত খনি ধসে পড়েছে। এতে অনেকেই আহত হয়েছেন বলা হলেও এর সুনির্দিষ্ট কোনো সংখ্যা তারা জানায়নি।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দারসায়া খনিতে বেশ কয়েকটি খাদ ধসে পড়েছে। এতে প্রাণ হারানো ব্যক্তিদের ছাড়াও অন্তত আটজন আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনার ছবি ফেসবুকে পোস্ট করেছে খনি কোম্পানিটি। এতে দেখা যাচ্ছে দু’টি ড্রেজার হতাহতদের উদ্ধারে কাজ করছে। এ দৃশ্য দেখতে স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে জড়ো হয়েছেন। অন্যান্য ছবিতে মানুষ মৃতদের দাফন করার জন্য নিয়ম অনুযায়ী কবর প্রস্তুত করতে দেখা যাচ্ছে।

সংবাদমাধ্যমগুলো বলছে, সুদানে স্বর্ণের খনিতে ধসের ঘটনা খুবই সাধারণ।