প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

সোনিয়ার পর করোনায় আক্রান্ত প্রিয়াঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুন ২০২২ ২০:০২:৫৩ | আপডেট: ২ years আগে
সোনিয়ার পর করোনায় আক্রান্ত প্রিয়াঙ্কা
সংগৃহীত

ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর পর এবার তার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার টুইটারে প্রিয়াঙ্কা তার করোনা পজিটিভ হওয়ার খবরটি জানান।

৫০ বছর বয়সী এই নেত্রী বর্তমানে দিল্লিতে হোম আইসোলেশনে রয়েছেন।

টুইটে প্রিয়াঙ্কা লেখেন, ‘আমি মৃদু উপসর্গসহ কোভিড-১৯ পজিটিভ হয়েছি। সব বিধিনিষেধ মেনে আমি বাড়িতে নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি। যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের আমি সব প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করব।’

আরও পড়ুন-করোনায় আক্রান্ত সোনিয়া গান্ধী

এর আগে বৃহস্পতিবার কংগ্রেস টুইট করে জানায়, সোনিয়া গান্ধী করোনা আক্রান্ত হয়েছেন।

কংগ্রেসের জ্যৈষ্ঠ নেতা রণদীপ সিং সুরজেওয়ালা লেখেন, ‘গত সন্ধ্যায় কংগ্রেস সভানেত্রীর মৃদু জ্বর ও কোভিডের উপসর্গ দেখা দিয়েছে। পরীক্ষায় তিনি কোভিড পজিটিভ এসেছেন।’

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোনিয়া গান্ধীর দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লেখেন, ‘কংগ্রেস সভানেত্রী শ্রীমতি সোনিয়া গান্ধীর করোনা থেকে দ্রুত সুস্থতা কামনা করছি।’