সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে শুক্রবার একটি হোটেলে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে বলে পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, মোগাদিসুর জনপ্রিয় হায়াত হোটেলে হামলার ঘটনাস্থলে আরও বেশ কয়েকজন আহত এবং নিরাপত্তা বাহিনী শিশুসহ অনেককে উদ্ধার করেছে।
সন্ত্রাসীরা ভবনে ঢোকার আগে হোটেলের বাইরে বিস্ফোরণের মাধ্যমে হামলা শুরু করে।
দেশটির ইসলামী চরমপন্থী জঙ্গি গোষ্ঠী আল-শাবাব হামলার দায় স্বীকার করেছে।
নিহতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
প্রত্যক্ষদর্শী আবদুল্লাহি হুসেন ফোনে এপিকে বলেছেন, ‘আমরা যখন হোটেলের লবির কাছে চা খাচ্ছিলাম তখন প্রথম বিস্ফোরণের পর গোলাগুলির শব্দ শুনতে পাই। এরপর আমি দ্রুত নিচতলায় হোটেলের কক্ষের দিকে ছুটে যাই এবং তালা লাগিয়ে দেই। জঙ্গিরা ওপরের তলায় গিয়ে গুলি শুরু করে। নিরাপত্তা বাহিনী এসে আমাকে উদ্ধার না করা পর্যন্ত আমি রুমের ভিতরেই ছিলাম।’
হোটেলের রিসেপশনের বাইরে মাটিতে বেশ কিছু লাশ পড়ে থাকতে তিনি দেখেছেন বলে জানিয়েছেন।