প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

সৌদি আরবে ৩১-৪০ বছর বয়সীরাই হজ করেন বেশি

নিজস্ব প্রতিবেদক
১৬ জুন ২০২২ ১৫:২২:১৭ | আপডেট: ২ years আগে
সৌদি আরবে ৩১-৪০ বছর বয়সীরাই হজ করেন বেশি

সৌদি আরবের নাগরিকদের মধ্যে মধ্যবয়সীদের হজ করার প্রবণতা বেশি। চলতি বছর হজ পালনের জন্য নিবন্ধনকারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছর বয়সীদের সংখ্যা বেশি বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। খবর আরব নিউজের। 

বুধবার দেশটির মন্ত্রণালয় জানায়, ২০২২ সালের হজ মৌসুমের জন্য সৌদি আরবের নাগরিক ও বসবাসকারীদের জন্য ইলেকট্রনিক ড্রতে মোট ২ লাখ ৯৭ হাজার ৪৪৪ জন নিবন্ধন করেছেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিবন্ধনকারীদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী। এর মধ্যে ৩১ থেকে ৪০ বছর বয়সী আবেদনকারীর সংখ্যাই ৩৮ শতাংশ।

দ্বিতীয় অবস্থানে রয়েছেন ২১ থেকে ৩০ বছর বয়সীরা, যা মোট আবেদনকারীর ২৩ শতাংশ।

তৃতীয় অবস্থানে রয়েছেন ৪১-৫০ বছর বয়সীরা, যার পরিমাণ ২১ শতাংশ এবং ৫১ থেকে ৬৫ বছর বয়সী রয়েছেন ১২ শতাংশ।

আর সবচেয়ে কম নিবন্ধন করেছেন ২০ বছরের কম বয়সীরা, এমনটাই জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এবারের হজ মৌসুমে দেশ ও বিদেশ মিলিয়ে ১০ লাখ মানুষকে হজের অনুমতি দিয়েছে সৌদি সরকার। গত ২ বছর করোনার কারণে সীমিত পরিসরে পালিত হয় হজ। এ সময়ে কোনো দেশ থেকেই হজে যাওয়ার অনুমতি ছিল না।