প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

সৌদি আরবের নতুন প্রধানমন্ত্রী যুবরাজ সালমান

নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২২ ০৯:৩৬:২৪ | আপডেট: ২ years আগে
সৌদি আরবের নতুন প্রধানমন্ত্রী যুবরাজ সালমান
সংগৃহীত

সৌদি আরবের নতুন প্রধানমন্ত্রী হলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। নতুন প্রতিরক্ষামন্ত্রী করা হয়েছে তার ছোট ভাই খালিদ বিন সালমানকে।

মঙ্গলবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এ কথা জানিয়েছে আল-জাজিরা।

খবরে বলা হয়, মঙ্গলবার বাদশাহ সালমানের সই সম্বলিত রাজকীয় ডিক্রি জারি করা হয়। এর ফলে নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেলেন মোহাম্মদ বিন সালমান।

উপ-প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করে আসছিলেন এমবিএস নামে পরিচিত সৌদি যুবরাজ। আর ছোট ভাই খালিদ উপ-প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন।

নিজ নিজ পদে বহাল রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফায়সাল বিন ফারহান আল-সউদ, অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান এবং বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফাতিহ।