প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

স্ত্রীর ছদ্মবেশে বিমান ভ্রমণ, গ্রেপ্তার করোনা পজিটিভ স্বামী

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুলাই ২০২১ ২১:২০:১০ | আপডেট: ৩ years আগে
স্ত্রীর ছদ্মবেশে বিমান ভ্রমণ, গ্রেপ্তার করোনা পজিটিভ স্বামী

বিমানে চড়তে হলে দেখাতে হবে করোনা নেগেটিভ সনদ। তাই বিমাণ ভ্রমণ করতে বাধ্য হয়ে জালিয়াতির আশ্রয় নেন ইন্দোনেশিয়ার এক ব্যক্তি। হিজাবে মুখ ঢেকে স্ত্রীর ছদ্মবেশে বিমানে চড়ে বসেন ঐ ব্যক্তি। কিন্ত শেষ রক্ষা হয়নি। মাঝ আকাশে ধরা পড়ে যান তিনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত রোববার সিটিলিংক এয়ারলাইন্সের জাকার্তা থেকে টার্নেটগামী একটি ফ্লাইটে উড্ডয়নের পরপর এ ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, করোনা রোগীদের বিমান ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় নিজের পরিচয় লুকাতে চেয়েছিলেন ওই ব্যক্তি। এজন্য স্ত্রীর নামে কাটেন বিমানের টিকেট।

এখানেই শেষ নয়। স্ত্রীর পাসপোর্ট, পরিচয়পত্র ও করোনা নেগেটিভ সনদ নিয়েই সবার চোখ ফাঁকি দিয়ে বিমানে উঠে পড়েন। কিন্তু সামান্য ভুলে গ্রেফতার হন তিনি। মাঝ আকাশে টয়লেটে গিয়ে পোশাক বদল করেন ওই ব্যক্তি। এক ফ্লাইট অ্যাটেনডেন্ট বিষয়টি খেয়াল করে কর্তৃপক্ষকে জানালে গ্রেপ্তার হন তিনি।

এদিকে ওই ব্যক্তির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। বর্তমানে সেই যাত্রীকে তার নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। করোনা থেকে সেরে উঠলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।