স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মুরসিয়ার একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্তৃপক্ষ।
রোববার সকাল ৬টার দিকে জনপ্রিয় টেটার নাইটক্লাবে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই সর্বত্র ছড়িয়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্পেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইএফই।
তবে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
মুরসিয়ার ফায়ার সার্ভিসের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, দমকল কর্মীরা নাইটক্লাবের ভেতরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। সম্ভাব্য ধসে পড়া এড়াতে পুলিশ এবং জরুরি পরিষেবাগুলো ক্লাবের অভ্যন্তরীণ অংশ সুরক্ষিত করতে কাজ করেছে এবং লাশগুলো শনাক্ত করার চেষ্টা করছে।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
এছাড়া সিটি কাউন্সিল মুরসিয়ার অঞ্চল জুড়ে তিন দিনের শোক ঘোষণা করে সরকারি ভবনগুলোতে পতাকা অর্ধনমিত রাখতে বলেছে।