স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ করোনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন।
রোববার সকালে এক টুইট বার্তায় সানচেজ নিজেই এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই টুইটে তিনি লেখেন, ‘আজ সকালে আমি করোনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছি।’
তিনি আরও জানান, সর্বোচ্চ সতর্কতা গ্রহন করে কাজ চালিয়ে যাবেন তিনি।
স্পেন ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তি, স্বাস্থ্যকর্মী ও রেসিডেন্সিয়াল কেয়ার হোমে বসবাসকারী ব্যক্তিদের জন্য ভ্যাকসিনের চতুর্থ ডোজ দেয়ার প্রচারণা শুরু করার একদিন আগে এ খবর জানা গেছে।
সম্প্রতি স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৬০ বছরের বেশি বয়সীদের করোনা থেকে সেরে উঠতে ১৪ দিনেরও বেশি সময় লাগছে। এরপরই করোনার সর্বশেষ স্ট্রেনের বিরুদ্ধে সুরক্ষার জন্য এই দ্বিতীয় ‘বুস্টার ডোজ’ ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া হয়।