ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আবিবের কাছে ছুরিকাঘাতে অন্তত ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে, তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। খবর আলজাজিরার।
বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির চিকিৎসকরা। স্বাধীনতা দিবস উদযাপনের দিনে এমন ঘটনাকে “সন্ত্রাসী হামলা” বলছে ইসরায়েলের পুলিশ।
পুলিশ আরও জানায়, হামলাকারী গাড়িতে করে পালিয়ে গেছে। ইলাদ শহরে যেখানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার আশেপাশে নিরাপত্তা বাহিনী রাস্তা অবরোধ করে রেখেছে।
ম্যাগেন ডেভিড অ্যাডম জরুরী পরিষেবা জানিয়েছে, আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।
পুলিশ বলেছে, ঘটনাটি এমন সময় ঘটেছে, যখন ইসরায়েলিরা “স্বাধীনতা দিবস” উদযাপন করছে, এটিকে “সন্ত্রাসী হামলা” বলে মনে হচ্ছে।
১৯৪৮ সালে ইসরায়েল স্বাধীনতা লাভ করে। ৪ ও ৫ মে- এ দু’দিনব্যাপী দিবসটি উদযাপিত হয় দেশটিতে।