হাইতিতে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুইজন মার্কিন ধর্মপ্রচারক ছিলেন। বাকি ৪ জনের পরিচয় এখনো জানা যায়নি।
গার্ডিয়ান জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় দেশটির রাজধানী পোর্ট অব প্রিন্সের দক্ষিণ পশ্চিম অঞ্চলে ওই বিমানটি বিধ্বস্ত হয়।
হাইতির ন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অফিস (এনসিএও) জানিয়েছে, শুক্রবার দেশটির রাজধানী পোর্ট অব প্রিন্সের একটি বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টার দিকে বিমানটি যাত্রা করেছিল। আর যাত্রা শুরু করার ঘণ্টাখানেক পর হাইতির দক্ষিণ উপকূলীয় শহর জ্যাকমেলে পৌঁছানোর কথা ছিল বিমানটির। কিন্তু তার আগেই বিমানটি বিধ্বস্ত হয়।
কোনো খোঁজ না পাওয়ায় বিমানটির সন্ধানে কাজ করছিল একটি তল্লাশি টিম। রোববার সকালে বিধ্বস্ত হওয়া বিমানটির খোঁজ পায় তারা।
দুর্ঘটনায় বিমানে থাকা ৬ যাত্রীই নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে বিমান বিধ্বস্ত হওয়ার কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছে এনসিএও।